ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে (সোমবার) ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে দৈনিক ৬০০ ট্রাক প্রবেশের লক্ষ্য নির্ধারণ করা হলেও, সোমবার সেই সংখ্যার চেয়ে বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।
ওসিএইচএ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন রবিবার ৬৩০টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। মানবিক সহায়তা নিয়ে আসা এসব ট্রাক গাজায় বেঁচে থাকা অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ, যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিসর, ও কাতারের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ওসিএইচএর বরাত দিয়ে জানা যায়, সীমান্ত পেরিয়ে সহায়তা পৌঁছে দিতে প্রতিদিনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ত্রাণ প্রবেশের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের পর ট্রান্সজেন্ডারদের সরকারিভাবে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।