ডোনাল্ড ট্রাম্পের নিশানাতে এবার চীন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পর এবার চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই শুল্ক কার্যকর হবে।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে (সোমবার) ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে দৈনিক ৬০০ ট্রাক প্রবেশের লক্ষ্য নির্ধারণ করা হলেও, সোমবার সেই সংখ্যার চেয়ে বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।
ওসিএইচএ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন রবিবার ৬৩০টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। মানবিক সহায়তা নিয়ে আসা এসব ট্রাক গাজায় বেঁচে থাকা অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ, যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিসর, ও কাতারের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ওসিএইচএর বরাত দিয়ে জানা যায়, সীমান্ত পেরিয়ে সহায়তা পৌঁছে দিতে প্রতিদিনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ত্রাণ প্রবেশের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
প্রভাত সময় ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পর এবার চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই শুল্ক কার্যকর হবে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) সরকারি বাহিনী ও এম২৩ বিদ্রোহীদের সংঘাতে পাঁচ দিনে অন্তত ৭০০ জন নিহত ও ২,৮০০ জন আহত হয়েছে। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস এবার ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন, বাকস্বাধীনতার প্রসারে তার অবদানের জন্য।