• 02 Feb, 2025

"ইলন মাস্ক এবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত"

"ইলন মাস্ক এবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত"

স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস এবার ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন, বাকস্বাধীনতার প্রসারে তার অবদানের জন্য।

ঢাকা, ৩১ জানুয়ারি: মার্কিন ধনকুবের ইলন মাস্ককে এবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস গত ৩১ জানুয়ারি এ মনোনয়নটি নরওয়ের নোবেল কমিটির কাছে জমা দেন।

এই মনোনয়নটি ইলন মাস্কের বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। গ্রিমস বলেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আবেদন নরওয়ের নোবেল কমিটি গ্রহণ করেছে। প্রতিবেদনে জানা যায়, নোবেল কমিটি মনোনয়ন গ্রহণ করার পর ইলন মাস্কের জন্য তাদের পাঠানো ফিরতি ই-মেইলটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন গ্রিমস। ওই ই-মেইলে বলা হয়েছে, "২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।"

এটি প্রথমবার নয়, এর আগে গত বছরের ডিসেম্বরে ব্র্যাঙ্কো গ্রিমস ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। তার আগেও, ফেব্রুয়ারিতে নরওয়ের সংসদ সদস্য মারিয়াস নিলসেনও মাস্ককে মনোনীত করেছিলেন, যদিও তখন তিনি পুরস্কারটি অর্জন করতে পারেননি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪