ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে অন্যতম হলো জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু করা। সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল রোটুন্ডায় শপথ গ্রহণের পরই এ আদেশে সই করেন তিনি।
১৮৯০ সালে সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয়। তবে ট্রাম্পের মতে, এই নীতি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি ‘খোলা দরজা’। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আর কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবেন না।
পিউ রিসার্চের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করেন। এর মধ্যে ১৬ লাখ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিক। এ নীতি কার্যকর হলে তারা নাগরিকত্ব হারানোর মুখে পড়বেন। ট্রাম্প এ সিদ্ধান্তকে ‘পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা’ এবং ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার’ জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তবে বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ শুধু ভারতীয় নয়, লাখ লাখ অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের পর ট্রান্সজেন্ডারদের সরকারিভাবে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।