• 23 Jan, 2025

‘জামাই’ আপ্যায়নে বক-বুনোহাঁস, ২ ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

‘জামাই’ আপ্যায়নে বক-বুনোহাঁস, ২ ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

বক ও বুনোহাঁস শিকার করে ভিডিও প্রকাশের অভিযোগে দুই ভ্লগার আল-আমিন ও তুলিকে খুঁজছে রাজশাহী বন বিভাগ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজশাহী বন বিভাগ বক ও বুনোহাঁস শিকার করে ভিডিও প্রকাশের অভিযোগে আল-আমিন ও তুলি নামে দুই ভ্লগারকে খুঁজছে। ভিডিওতে দেখা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিযায়ী পাখি ধরে জবাই ও রোস্ট করে আপ্যায়নের প্রচার করা হয়েছে।

সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেছে। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা হতে পারে। ভ্লগারদের খুঁজে বের করতে বন বিভাগ তদন্ত চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪