• 23 Jan, 2025

সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে: সন্দেহ শিবিরের

সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে: সন্দেহ শিবিরের

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে সন্দেহ করছে ছাত্রশিবির। সরকারের কাছে তদন্তের দাবি জানিয়ে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, “সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর কেন্দ্র। এখানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। স্বাভাবিকভাবে এটি সর্বোচ্চ নিরাপত্তার আওতায় থাকার কথা।” তারা আরও উল্লেখ করেন, “গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থার পতনের পর দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার অভিযোগ এবং বিপুল অর্থ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে এই অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত ষড়যন্ত্র কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।”

নেতারা সরকারের কাছে দ্রুত একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এটি পরিকল্পিত কোনো ঘটনা হয়, তবে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। একইসঙ্গে এ ঘটনায় কোনো উদাসীনতা বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখতে হবে।”

বিবৃতিতে তারা আরও বলেন, “অগ্নিনির্বাপণের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ারফাইটারের মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। দেশের জন্য তার এই আত্মত্যাগ ও সাহসিকতার জন্য জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।”

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪