• 23 Jan, 2025

ঢাবিতে শেখ হাসিনার গ্রাফিতি ঘিরে পুনরায় প্রতিবাদ ও ক্ষোভ

ঢাবিতে শেখ হাসিনার গ্রাফিতি ঘিরে পুনরায় প্রতিবাদ ও ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার বিরুদ্ধে আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে শিক্ষার্থীরা পুনরায় গ্রাফিতি এঁকে রং-কালি ও জুতা নিক্ষেপ করেন। গ্রাফিতিটিকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার বিরুদ্ধে আঁকা গ্রাফিতি মুছে ফেলার পর পুনরায় তা এঁকে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টিএসসিতে জড়ো হয়ে ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা রং-কালি এবং জুতা নিক্ষেপ করেন।

এর আগে, রোববার রাতে মেট্রোরেলের পিলারে থাকা গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করলে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই গ্রাফিতি ফ্যাসিবাদ বিরোধী প্রতীক হিসেবে থাকবে এবং এটি ঘৃণাস্তম্ভ হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪