• 23 Jan, 2025

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা: ডিএমপি কমিশনার

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক সমস্যার কারণ উল্লেখ করে সেগুলোর সংখ্যা নির্ধারণের ওপর জোর দেন। পাশাপাশি যত্রতত্র মিটিং-মিছিল ও রাস্তার ওপর কনস্ট্রাকশনের সামগ্রী রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি জানান, শহরের সড়ক ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম তৈরি করতে হবে। জনগণের সুবিধার্থে অটোরিকশার সংখ্যা নির্ধারণ এবং তা নিয়ন্ত্রণে আনতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। ডিএমপি কমিশনার আরও বলেন, রাস্তার যত্রতত্র ব্যবহার এবং রাজনৈতিক ও ধর্মীয় মিছিলের কারণে ট্রাফিক সমস্যায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে। তিনি রাস্তার উপর কনস্ট্রাকশনের সামগ্রী না রাখার অনুরোধ জানান।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪