ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক সমস্যার কারণ উল্লেখ করে সেগুলোর সংখ্যা নির্ধারণের ওপর জোর দেন। পাশাপাশি যত্রতত্র মিটিং-মিছিল ও রাস্তার ওপর কনস্ট্রাকশনের সামগ্রী রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি জানান, শহরের সড়ক ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম তৈরি করতে হবে। জনগণের সুবিধার্থে অটোরিকশার সংখ্যা নির্ধারণ এবং তা নিয়ন্ত্রণে আনতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। ডিএমপি কমিশনার আরও বলেন, রাস্তার যত্রতত্র ব্যবহার এবং রাজনৈতিক ও ধর্মীয় মিছিলের কারণে ট্রাফিক সমস্যায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে। তিনি রাস্তার উপর কনস্ট্রাকশনের সামগ্রী না রাখার অনুরোধ জানান।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।