লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক সমস্যার কারণ উল্লেখ করে সেগুলোর সংখ্যা নির্ধারণের ওপর জোর দেন। পাশাপাশি যত্রতত্র মিটিং-মিছিল ও রাস্তার ওপর কনস্ট্রাকশনের সামগ্রী রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।