• 23 Jan, 2025
রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের সাথে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন মতবিনিময় করেন। টাউনহল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নাগরিক অধিকার ও বৈষম্য দূরীকরণের উপর আলোচনা হয়।

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি অটোরিকশার দ্রুত বৃদ্ধি ট্রাফিক সমস্যার কারণ উল্লেখ করে সেগুলোর সংখ্যা নির্ধারণের ওপর জোর দেন। পাশাপাশি যত্রতত্র মিটিং-মিছিল ও রাস্তার ওপর কনস্ট্রাকশনের সামগ্রী রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

আরও পড়ুন

জনগণের সমস্যার সমাধানে দোরগোড়ায় যাবে পুলিশ: অতিরিক্ত কমিশনার

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, পুলিশ জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যার সমাধান করবে। তিনি বলেন, পুলিশের কাজ হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। রাজধানীর প্রতিটি থানায় ধারাবাহিক মতবিনিময় সভার মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হবে।

আরও পড়ুন

গণ–অভ্যুত্থানের বিচারসহ বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক ছাত্রজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণ–অভ্যুত্থানের বিচার, আহতদের পুনর্বাসন, সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ এবং ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের নেতারা সভায় অংশ নেন এবং ভবিষ্যতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন