• 23 Jan, 2025

গণ–অভ্যুত্থানের বিচারসহ বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক ছাত্রজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণ–অভ্যুত্থানের বিচারসহ বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক ছাত্রজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণ–অভ্যুত্থানের বিচার, আহতদের পুনর্বাসন, সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ এবং ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের নেতারা সভায় অংশ নেন এবং ভবিষ্যতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

গতকাল রাজধানীর তোপখানা রোডে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনসহ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশ নেন বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া।

অন্যদিকে মতবিনিময় সভায় আমন্ত্রিত ছিলেন ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, ছাত্রলীগ (বিসিএল) সভাপতি গৌতম শীল, ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক এবং ছাত্র ইউনিয়নের (মাহির শাহরিয়ার) সদস্য রাসেল আহমেদ।

সভায় জুলাই গণ–অভ্যুত্থানে গণহত্যার বিচারের পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। এছাড়া, সাম্প্রদায়িক সন্ত্রাস ও উসকানি বন্ধ এবং বিভাজন রোধে ঐক্যমত্য প্রকাশ করা হয়। একইসঙ্গে আগামী দিনের ছাত্র আন্দোলনগুলোর জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন উপস্থিত নেতারা। গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিকভাবে অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গেও এই ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে বলা হয়, ছাত্র সমাজের অভিন্ন ইস্যুতে ঐক্য প্রতিষ্ঠার জন্য এসব সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪