ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি তোলেন বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানরা। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সভায় শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিকে জটিল, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক বলে আখ্যা দেন। তারা অভিযোগ করেন, এ পদ্ধতির ফলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা হারাচ্ছে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসরণে সমস্যা তৈরি হচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্ম সংকুচিত করায় আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষাব্যবস্থায় অর্ডিন্যান্স লঙ্ঘিত হচ্ছে।
শিক্ষকরা আরও বলেন, একই সেশনে পাঁচটি ব্যাচ পরিচালনার ফলে প্রশাসনিক ও অবকাঠামোগত সংকট দেখা দিচ্ছে। শিক্ষকদের কাজের চাপ বাড়ছে, টার্ম ব্রেক না থাকায় গবেষণা ও ব্যক্তিগত কার্যক্রম ব্যাহত হচ্ছে। গুচ্ছ পদ্ধতির কারণে নিজস্ব প্রশ্ন কাঠামোয় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, যা মেধাবী শিক্ষার্থীদের যাচাই প্রক্রিয়াকে ব্যাহত করছে।
শিক্ষকদের মতে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি করা প্রতিটি ব্যাচে সিট ফাঁকা থাকার হার বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ দাবির প্রেক্ষিতে গুচ্ছ পদ্ধতি বিলোপ করে নিজস্ব ভর্তি পরীক্ষা চালুর জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানান তারা।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাই। এ বিষয়ে শিগগিরই গুচ্ছ কমিটি এবং ইউজিসির সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো হবে।”
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রভাত সময় ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে আবদুল মুঈন খান এবং শ্রেষ্ঠ বিতার্কিক শারমিন সুলতানা নির্বাচিত হন।