• 22 May, 2025

তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে নেমেছেন। সাত দফা দাবি নিয়ে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে কলেজের প্রধান ফটকের সামনে তারা এই অনশন শুরু করেন।

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন এবং সাত দফা দাবি উত্থাপন করেন। তাদের মূল দাবি, তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

অনশনে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী এফ রায়হান বলেন, “তিতুমীর কলেজের ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়নে আমরা আজ অনশনে বসেছি। এই আন্দোলন শুধু তিতুমীরের নয়, বরং সমগ্র জাতির উচ্চশিক্ষার উন্নয়নের জন্য।”

শিক্ষার্থীদের সাত দফা দাবি:

শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবির ভিত্তিতে অনশনে নেমেছেন। প্রধান দাবিগুলো হলো— 
✔ তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ 
✔ বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু 
✔ শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিতকরণ বা আবাসিক খরচ বহন 
✔ ল’ ও জার্নালিজম বিষয় সংযোজন 
✔ পিএইচডিধারী শিক্ষক নিয়োগ ও গবেষণা সুবিধা বৃদ্ধি

আন্দোলনের পেছনের ইতিহাস

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত ২৮ বছর ধরে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট নতুন সরকার গঠনের পর শিক্ষার্থীরা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪