চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন নারায়ন চন্দ্র নাথ, তাঁর ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। নারায়ন চন্দ্র নাথ জানান, তিনি এবং তাঁর ছেলে কোনোভাবেই ফলাফল তৈরির ধাপে যুক্ত ছিলেন না। এটি একটি সাজানো মামলা বলে দাবি করেন তিনি।
২০২৩ সালে সচিব থাকাকালে নারায়নের ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশের পর জালিয়াতির অভিযোগ ওঠে, যা মাউশি কর্তৃক তদন্তে প্রমাণিত হয়। এরপর মাউশি তাঁর ছেলের ফলাফল বাতিল এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই ঘটনা শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।