আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রাম ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটর গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক হয়েছেন। ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে ভুয়া এন্ট্রি দেওয়ার বিষয়টি ধরা পড়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষ। আজ সোমবার বিকেলে তাঁদের আটক করে চকবাজার থানায় সোপর্দ করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘‘অর্থ আত্মসাতের অভিযোগে ওয়াসা কর্তৃপক্ষ দুই কর্মচারীকে থানায় সোপর্দ করেছে। এখনো মামলা দায়ের হয়নি। তদন্তে বিস্তারিত জানা যাবে।’’ ওয়াসার কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, আটককৃত দুই কর্মচারী আইসিটি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন। তাঁরা গ্রাহকদের বকেয়া বিলের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। তবে ব্যাংকে টাকা জমা হওয়ার ভুয়া তথ্য সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়, যা পরবর্তীতে ধরা পড়ে।
ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আত্মসাতের প্রকৃত পরিমাণ জানা যাবে। এটি আরও বেশি হতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’’ ওয়াসা কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। স্থানীয়রা এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রভাত সময় ২৪
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাউশি নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশ দেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ বার্তা প্রদর্শিত হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় রাজনীতিকরা ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আর পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।