• 02 Feb, 2025

আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ

আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ

চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।

চট্টগ্রাম, ৩১ জানুয়ারি: ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে শুরু হওয়া ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আজ, যেখানে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলের তৃতীয় দিনটি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ায়, রাত ৮টায় বয়ান শুরু করার জন্য মঞ্চে উঠবেন তিনি। তবে মঞ্চে উঠার আগেই পুরো প্যারেড ময়দান জনাকীর্ণ হয়ে গেছে।

মাহফিলের শেষ দিনে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এসে জমায়েত করেছেন। সকাল থেকেই মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেন। কেউ একা, আবার কেউবা দলবদ্ধ হয়ে এসেছেন। দুপুরের মধ্যেই প্যারেড ময়দান পুরোপুরি পূর্ণ হয়ে যায়। ধর্মপ্রাণ মুসল্লিরা এই মাহফিলে অংশ নিতে বেলা ১১টা থেকেই জায়গা দখল করতে শুরু করেছেন।

মাহফিলে উপস্থিত এক যুবক নুরুল আজিম জানালেন, তিনি বাসে চড়ে বেলা ১১টায় প্যারেড ময়দানে এসেছেন, যাতে সামনের দিকে জায়গা পেতে পারেন। অন্যদিকে, মধ্যবয়সী আহমদুল্লাহ জানান, তিনি বাঁশখালী উপজেলা থেকে এসে দুপুরেই জায়গা পেয়েছেন। আজহারী হুজুরের বয়ান শোনার জন্য এত মানুষের সমাগমের কারণে আয়োজকরা আশা করছেন, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তবে এবারের মাহফিলটি এক বিশেষ কারণে স্মরণীয়, কারণ দীর্ঘ ২৯ বছর ধরে এই মাহফিলের বয়ান দিয়ে আসা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী এবছর উপস্থিত নেই।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪