ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হচ্ছে ১৭ নভেম্বর, চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে ভর্তির ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ঢাকা বোর্ডের ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। ভর্তির পর ফাঁকা আসনে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কলেজ ও বোর্ড পরিবর্তনের (টিসি ও বিটিসি) আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী রবিবার, ১৭ নভেম্বর। আবেদন চলবে এক মাসব্যাপী, শেষ হবে ১৭ ডিসেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) ব্যবহার করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, আবেদন ফি ঢাকা বোর্ডের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, অন্য বোর্ডগুলো তাদের নির্ধারিত হারে ফি গ্রহণ করবে। অনলাইন মাধ্যমে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের বোর্ডে যাওয়ার প্রয়োজন নেই।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তি হয়েছেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট আসন রয়েছে ২৬ লাখের বেশি। ভর্তি পর্ব শেষে ১৩ লাখের বেশি আসন ফাঁকা থাকায় এসব আসনে টিসি নিয়ে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়া
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে নির্দেশনা অনুসরণ করে টিসি বা বিটিসি আবেদন করতে পারবেন। ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটের ইটিসি অংশ থেকে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে নির্ধারিত পদ্ধতিতে ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তির পর কলেজ পরিবর্তন করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রভাত সময় ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে আবদুল মুঈন খান এবং শ্রেষ্ঠ বিতার্কিক শারমিন সুলতানা নির্বাচিত হন।