রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সংগঠন ‘তিতুমীর ঐক্য’ সোমবার রাতের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি হলো, ৪৮ ঘণ্টার মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন। পাশাপাশি, দ্রুত ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। তিতুমীর কলেজের শিক্ষার্থী বেলাল বলেন, “গতকাল সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করা হয়েছে। এটি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আদর্শ সময়। আমরা আশা করছি, সরকার আমাদের দাবি দ্রুত মেনে নেবে। অন্যথায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করব।”
এর আগে গত ৭ জানুয়ারি আন্দোলনের অংশ হিসেবে তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত সুযোগ-সুবিধা পাবেন এবং প্রশাসনিক কাঠামো জোরদার হবে। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।