• 22 May, 2025

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতিতে সংকটময় পরিস্থিতি

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতিতে সংকটময় পরিস্থিতি

রানিং অ্যালাউন্সসহ পেনশন ও আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা।

রেলওয়ের রানিং অ্যালাউন্স, পেনশন ও আনুতোষিক সুবিধা নিয়ে চলমান জটিলতার সমাধান না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের ফলে দেশের রেল চলাচলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রানিং স্টাফদের নির্দিষ্ট সুবিধাগুলো দীর্ঘদিন ধরে আইন অনুযায়ী মেনে আসা হলেও বর্তমানে তা নিয়ে বৈষম্যমূলক শর্ত আরোপ করা হয়েছে। ফলে তাদের চাকরির শর্ত ও অধিকার লঙ্ঘিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী রানিং অ্যালাউন্স পেনশনের অংশ হিসেবে গণ্য করা হয়ে আসছে। তবে, নতুন শর্তে বেতন কাঠামোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ অবস্থায় দাবি আদায়ের জন্য রানিং স্টাফরা বাধ্য হয়ে কর্মবিরতিতে যাচ্ছেন।

অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয় কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রানিং স্টাফদের দাবিগুলো পূরণের প্রচেষ্টা চলছে। রানিং অ্যালাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে, মাইলেজ এলাউন্সের শর্ত শিথিল করা হয়েছে। তবে এখনো দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে রেলের কার্যক্রমে বিপর্যয় এড়াতে উভয় পক্ষের মধ্যে দ্রুত সমঝোতার প্রয়োজন রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪