জাতীয় মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতিতে সংকটময় পরিস্থিতি 27 Jan, 2025 11 মিনিট পড়া 129 ভিউ রানিং অ্যালাউন্সসহ পেনশন ও আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা।