বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে ত্রাস সৃষ্টি করা ঠাকুরগাঁওয়ের জ্যোতিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালানো জ্যোতি (৩২) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
গ্রেপ্তারকৃত জ্যোতির পুরো নাম রূপকুমার গুহ ঠাকুরতা জ্যোতি। তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জ্যোতি প্রকাশ্যে হাতে রামদা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। হামলার পর তিনি আত্মগোপনে চলে যান।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস রহমান বলেন, “আমি নিজে দেখেছি, জ্যোতি খালি গায়ে বিশাল রামদা হাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এরপর থেকেই তিনি গা ঢাকা দেন। তবে পুলিশের তৎপরতায় তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।” একজন স্থানীয় বাসিন্দা জানান, “জ্যোতি নিজেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার হাতে দেশীয় অস্ত্রসহ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাকে ‘রামদা জ্যোতি’ বলা হতে থাকে।”
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, “জ্যোতির বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।” জ্যোতির গ্রেপ্তারে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক রাজিউর রহমান বলেন, "আমরা চাই, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয়।"
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।