• 23 Jan, 2025

নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনায় অধ্যক্ষ ওএসডি

নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনায় অধ্যক্ষ ওএসডি

নেকাব না খোলায় পরীক্ষা দিতে না দেওয়ার অভিযোগে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

খাগড়াছড়ির মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামাল হোসেন মজুমদারকে নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ১৩ ডিসেম্বর, শুক্রবার, বাউবির সমাজতত্ত্ব পরীক্ষার দিন উম্মে আনজুমানয়া নামের এক ছাত্রী অভিযোগ করেন, নেকাব খোলার জন্য অনুরোধ প্রত্যাখ্যান করায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। অভিযোগে বলা হয়, পরীক্ষা শুরুর পরপরই শিক্ষকেরা তাকে নেকাব খুলে মুখ দেখানোর জন্য বলেন। তিনি একজন নারী শিক্ষকের সামনে পরিচয় নিশ্চিত করার অনুরোধ করলেও তা মানা হয়নি।

অভিযোগ অনুযায়ী, পরীক্ষার কেন্দ্র সচিব ও অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার তার পরীক্ষা খাতা নিয়ে নেন এবং বহিষ্কার করার হুমকি দেন। পরে পুলিশ ডেকে ওই ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীটি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দীর্ঘ সময় অধ্যক্ষের কক্ষে অবস্থান করলেও পরীক্ষার নির্ধারিত সময় শেষ হয়ে যায়। এরপর তার পরিচয় নিশ্চিত করা হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ আর ছিল না।

এ ঘটনার প্রতিবাদে পার্বত্য নারী সংহতি এক বিবৃতিতে শিক্ষার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণের সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তির শাস্তি এবং শিক্ষার্থীর পুনরায় পরীক্ষার সুযোগ প্রদানের দাবি জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে ঘটনাটির সুষ্ঠু সমাধানের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪