সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় পৃথক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
হাইকোর্টকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
হাইকোর্ট সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
শনিবার (২৪ মে) এ নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাইকোর্টের প্রতি ‘অবমাননাকর ও বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন, যা আদালতের মর্যাদাহানি এবং বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নিত করতে পারে। এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। ওই রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস আলম।
সেই পোস্টে তিনি লেখেন:
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
আইনজীবী জসিম উদ্দিন তার নোটিশে উল্লেখ করেন, এই মন্তব্য বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং তা সংবিধান পরিপন্থী। তিনি সারজিস আলমকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ৭ কার্যদিবসের মধ্যে তা না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন। এ বিষয়ে এনসিপি নেতা সারজিস আলমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রভাত সময় ২৪
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় পৃথক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। তদন্ত চলছে আরও সম্পত্তি শনাক্ত ও জব্দে।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।