• 24 May, 2025

ফেসবুক পোস্টে হাইকোর্ট নিয়ে মন্তব্য, সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ফেসবুক পোস্টে হাইকোর্ট নিয়ে মন্তব্য, সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

হাইকোর্টকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

হাইকোর্ট সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

শনিবার (২৪ মে) এ নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাইকোর্টের প্রতি ‘অবমাননাকর ও বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন, যা আদালতের মর্যাদাহানি এবং বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নিত করতে পারে। এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। ওই রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস আলম। 
 

190481_1_1748062109


 

সেই পোস্টে তিনি লেখেন: 
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”

আইনজীবী জসিম উদ্দিন তার নোটিশে উল্লেখ করেন, এই মন্তব্য বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং তা সংবিধান পরিপন্থী। তিনি সারজিস আলমকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ৭ কার্যদিবসের মধ্যে তা না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন। এ বিষয়ে এনসিপি নেতা সারজিস আলমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪