ফেসবুক পোস্টে হাইকোর্ট নিয়ে মন্তব্য, সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
হাইকোর্টকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় পৃথক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তাপ, উদ্বেগ ও গুঞ্জনের মধ্যে দুই বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীকে আলাদাভাবে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের সাড়ে ৭টার সময় জানানো হয়েছে।” অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তারাই সময় চেয়েছিলেন এবং প্রধান উপদেষ্টা সেই অনুরোধে সাড়া দিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামী প্রতিনিধিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। এরপর ন্যাশনাল রিপাবলিক পার্টির প্রধান নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘পদত্যাগ ভাবনার’ কথা জানান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়। তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব সামাজিক মাধ্যমে জানান, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না, বরং তিনি দায়িত্ব পালনে অটল থাকুক—এটাই প্রত্যাশা। চলমান সংকট নিরসনে এই বৈঠকগুলো রাজনৈতিক সমঝোতার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রভাত সময় ২৪
হাইকোর্টকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। তদন্ত চলছে আরও সম্পত্তি শনাক্ত ও জব্দে।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।