• 23 Jan, 2025

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’, ঘোষণাপত্র ঘোষণা করবে সরকার

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’, ঘোষণাপত্র ঘোষণা করবে সরকার

৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নের লক্ষ্যে এটি অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে প্রণীত ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি। সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল সোমবার রাত দেড়টায় এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য জুলাইয়ের ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে জনসাধারণকে একত্রিত করা।

আরিফ সোহেল বলেন, “হাজারও শহীদের আত্মত্যাগের স্বীকৃতি ও জনআকাঙ্ক্ষার স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যন্ত জরুরি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্রণয়নের ঐতিহাসিক দায় পালন করেছে এবং এখন এটি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের স্বার্থে ঘোষণাপত্র প্রণয়নের দায়িত্ব গ্রহণ করেছে, যা সংবিধানে অন্তর্ভুক্ত হলে এর স্থায়িত্ব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে।”

ছাত্র-জনতা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪