আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
জায়গা দখলের অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে তাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
জায়গা দখলের অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। গত ২১ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৌশলী মশিউর রহমান অভিযোগ করেন, জসিম উদ্দিন জিয়া দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে তার জায়গা জোরপূর্বক দখল করেছেন।
জমি দখলের এই অভিযোগ নিয়ে বিএনপির অভ্যন্তরেও আলোচনা শুরু হয়। পরে দলীয় শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্র থেকে পদক্ষেপ নেওয়া হয়। চট্টগ্রাম নগর বিএনপি জানিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
প্রভাত সময় ২৪
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাউশি নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশ দেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটর গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক হয়েছেন। ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে ভুয়া এন্ট্রি দেওয়ার বিষয়টি ধরা পড়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।