• 23 Jan, 2025

জমি দখলের অভিযোগে চট্টগ্রাম বিএনপি নেতাকে অব্যাহতি

জমি দখলের অভিযোগে চট্টগ্রাম বিএনপি নেতাকে অব্যাহতি

জায়গা দখলের অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে তাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

জায়গা দখলের অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপির পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। গত ২১ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকৌশলী মশিউর রহমান অভিযোগ করেন, জসিম উদ্দিন জিয়া দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে তার জায়গা জোরপূর্বক দখল করেছেন।

জমি দখলের এই অভিযোগ নিয়ে বিএনপির অভ্যন্তরেও আলোচনা শুরু হয়। পরে দলীয় শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্র থেকে পদক্ষেপ নেওয়া হয়। চট্টগ্রাম নগর বিএনপি জানিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪