আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে পারিবারিক বিরোধের জেরে শিউলী বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছেলের সঙ্গে ঝগড়ার জেরে প্রতিবেশী আলভী (১৮) তাকে ছুরিকাঘাত করে। পুলিশ জানায়, অভিযুক্ত আলভী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে ছুরিকাঘাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম (৪৫) জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ শিউলী বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। তার ছোট ছেলে শামীম (১২)-এর সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে প্রতিবেশী আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভী (১৮)-এর ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এ সময় তাহসিন পাথর ছুড়ে শামীমের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথাকাটাকাটি শুরু হয়।
পরে আলভীর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা শিউলী বেগমের পরিবারের ওপর হামলা চালায়। ঘটনার একপর্যায়ে আলভী শিউলী বেগমকে পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলভী ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছে। পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
প্রভাত সময় ২৪
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাউশি নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশ দেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটর গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক হয়েছেন। ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে ভুয়া এন্ট্রি দেওয়ার বিষয়টি ধরা পড়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।