ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।
তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুল ইসলাম, মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহদী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মো. আমিরুল ইসলাম কনক।
ড. আমিরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
উল্লেখ্য, তিনটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়। এর প্রেক্ষিতে প্রশাসন দ্রুত তদন্ত কমিটি গঠন করে।
প্রভাত সময় ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে আবদুল মুঈন খান এবং শ্রেষ্ঠ বিতার্কিক শারমিন সুলতানা নির্বাচিত হন।