ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রিকশার ধাক্কায় এক নারী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। প্রশাসন বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা দেয়, যার ফলে তিনি গাছের সঙ্গে আছড়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. সাব্বির বলেন, “আমরা যখন তাকে পাই, তখন তার চোখের মনি ফিক্সড ছিল এবং হার্টবিট পাওয়া যায়নি। তার বুকের ওপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।”
প্রাথমিক চিকিৎসায় শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও মুখের দাঁতসহ মাড়ি ছিটকে বেরিয়ে আসার মতো আঘাত মৃত্যুর কারণ হতে পারে বলে উল্লেখ করেন হাসপাতালের ডিউটি ম্যানেজার সবুজ।
নিহত আফসানা করিম রাচির গ্রামের বাড়ি শেরপুরে হলেও পরিবার রাজধানীর গ্রিন রোডে বসবাস করেন।
এই মর্মান্তিক ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেপরোয়া যান চলাচল এবং প্রশাসনের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দুর্ঘটনার বিচার এবং ক্যাম্পাসে যানবাহনের শৃঙ্খলা আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা।
৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন এবং প্রশাসনকে দায়ী করে শৃঙ্খলা ফেরানোর জোর দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এ ঘটনায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে, তার এমন পরিণতি মেনে নেওয়া যায় না। আমরা শোকাহত। অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রভাত সময় ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে আবদুল মুঈন খান এবং শ্রেষ্ঠ বিতার্কিক শারমিন সুলতানা নির্বাচিত হন।