• 23 Jan, 2025

সাত কলেজ ইস্যুতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাত কলেজ ইস্যুতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে। প্রশাসনের অনুরোধ উপেক্ষিত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজ অধিভুক্ত থাকার ফলে ঢাবি প্রশাসন ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর দায়িত্ব পালন করতে গিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা জানান, ঢাবি প্রশাসন ও শিক্ষকরা সাত কলেজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় মূল ক্যাম্পাসের শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের উদ্যোগ নিতে। নতুন শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি কার্যক্রম চালু হলে প্রশাসনকে কঠোর জবাবদিহির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঢাবি শিক্ষার্থীরা আরও বলেন, সাত কলেজের কারণে তাদের আত্মমর্যাদায় আঘাত লেগেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, ঢাবি ক্যাম্পাসে সাত কলেজের কোনো ভবন নির্মাণ করা হলে তা মেনে নেওয়া হবে না।

দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নেমে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, “দাবি পূরণ না হলে রাজু ভাস্কর্য, ভিসি অফিস এবং রেজিস্ট্রার ভবনে তালা লাগানো হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪