• 21 May, 2025

গুলশান-১ অবরোধ করে রেখেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

গুলশান-১ অবরোধ করে রেখেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর গুলশান-১ এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন।

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-১ গোলচত্বরে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনের কারণ ও শিক্ষার্থীদের বক্তব্য:

শিক্ষার্থীদের দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি দীর্ঘদিনের। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি নেই। কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা সড়ক অবরোধ করেছি।”

শিক্ষার্থীদের ৭ দফা দাবি:

১. তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।  
2. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা।  
3. শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিতকরণ অথবা আবাসন ব্যয় বহন।  
4. আইন ও সাংবাদিকতা বিভাগ সংযোজন।  
5. যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।  
6. শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা সীমিতকরণ।  
7. আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠার জন্য জমি ও বাজেট বরাদ্দ।

সাম্প্রতিক পরিস্থিতি:

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে প্রশাসনের কেউ উপস্থিত হননি। ফলে তাদের আন্দোলন কতক্ষণ চলবে তা নিশ্চিত নয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪