নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর গুলশান-১ এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-১ গোলচত্বরে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি দীর্ঘদিনের। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি নেই। কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা সড়ক অবরোধ করেছি।”
১. তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
2. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা।
3. শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিতকরণ অথবা আবাসন ব্যয় বহন।
4. আইন ও সাংবাদিকতা বিভাগ সংযোজন।
5. যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।
6. শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা সীমিতকরণ।
7. আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠার জন্য জমি ও বাজেট বরাদ্দ।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে প্রশাসনের কেউ উপস্থিত হননি। ফলে তাদের আন্দোলন কতক্ষণ চলবে তা নিশ্চিত নয়।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।