• 23 Jan, 2025

গাজীপুরের কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরের নিট এশিয়া লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুটের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় নিট এশিয়া লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকেলে শ্রমিকরা গুদামে কালো ধোঁয়া দেখতে পান। ঝুটের গুদামে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও ফায়ার সার্ভিস এসে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকৈর ও কোনাবাড়ীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। গুদামে থাকা ঝুট ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে গুদামে সংরক্ষিত পণ্য ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪