• 23 Jan, 2025

উপদেষ্টা সংবর্ধনার নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

উপদেষ্টা সংবর্ধনার নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনার নামে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য ঘোষিত বদলি নীতিমালার প্রসঙ্গে প্রচারণা চালালেও সংবর্ধনার বিষয়ে শিক্ষা উপদেষ্টা অবহিত নন বলে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য জারি করা অনলাইনভিত্তিক বদলি নীতিমালার প্রশংসা করে আগামী ২৬ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের দীর্ঘদিনের বদলির দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয় গত ১৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে। তবে এই নীতিমালা বাস্তবায়নের জন্য যাদের প্রশংসা জানানো হবে বলে প্রচারণা চালানো হচ্ছে, সেই শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এই সংবর্ধনার বিষয়ে অবহিত নন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, "এ ধরনের কোনো সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে শিক্ষা উপদেষ্টা কোনো সম্মতি দেননি। এটি সম্পূর্ণ ভুয়া প্রচারণা।"

জানা গেছে, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ তাদের প্রচারণায় শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করছে। সংগঠনের প্যাডে উল্লেখ করা হয়েছে, ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হবে। তবে সংগঠনের সভাপতি মো. সারোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। উল্লেখ্য, এই বদলি নীতিমালার ফলে শিক্ষকরা ১৫ ধরনের শর্ত পূরণ সাপেক্ষে নিজ জেলা বা উপজেলায় বদলি হতে পারবেন। এটি দীর্ঘদিনের এক বহুল প্রত্যাশিত দাবি পূরণ করেছে। তবে এ ধরনের চাঁদাবাজি শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে বলে অনেক শিক্ষক অভিযোগ করেছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪