বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৩১ জানুয়ারি রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মো. তৌহিদুর রহমানকে আটক করে। তবে শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।” তৌহিদুর রহমান কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, গত রোববার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর পর বাবার কুলখানিতে অংশ নিতে তিনি বাড়ি ফেরেন। তবে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, তৌহিদুর রহমানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে স্বজনদের দাবি। এদিকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক জানিয়েছেন, "তৌহিদুর রহমানকে আটক করার পর সেনাবাহিনী যখন পুলিশের কাছে হস্তান্তর করে, তখন তিনি অচেতন ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
তৌহিদুরের ভাই সাদেকুর রহমান অভিযোগ করেন, “বৃহস্পতিবার গভীর রাতে সেনাসদস্যরা আমাদের বাড়িতে এসে তাকে আটক করে নিয়ে যায়। তাদের সঙ্গে কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি ছিলেন। কোনো কারণ ছাড়াই তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং আমাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।” এ ঘটনায় কুমিল্লাসহ সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।