• 22 May, 2025

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরে অষ্টম দিনের মতো ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অষ্টম দিনের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবীবা) শিক্ষার্থীরা বিক্ষোভ ও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ‘REBEL FOR CAMPUS’ কর্মসূচির আওতায় তারা মহাসড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরাও সংহতি প্রকাশ করেছেন। রবীবা’র সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের নামে শুধু কালক্ষেপণ করা হয়েছে। ক্যাম্পাসের অভাবে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিসিক বাসস্ট্যান্ডের দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার বলেন, “আমরা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট ছিল, যা কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা হয়েছে। প্রস্তাব এখন পরিকল্পনা কমিশন ও একনেকে পাসের অপেক্ষায়।” শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪