• 11 Mar, 2025

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বীর “বীর উত্তম” খেতাবে ভূষিত হন এবং পরবর্তীতে সংসদ সদস্য ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই। রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান মনি জানান, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর।

সফিউল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার এবং ডিমেনশিয়াসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১৯৭১ সালে কে এম সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে “এস ফোর্স”-এর নেতৃত্ব দেন এবং বীরত্বের জন্য “বীর উত্তম” খেতাবে ভূষিত হন।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া সফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত হিসেবে মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ডে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠিত হলে তিনি সংগঠনের সভাপতি ও পরে চেয়ারম্যান হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় সফিউল্লাহ ছিলেন সেনাপ্রধান। তবে হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করার কারণে তাকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা হয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪