নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বীর “বীর উত্তম” খেতাবে ভূষিত হন এবং পরবর্তীতে সংসদ সদস্য ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।