• 23 Jan, 2025

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। ২০০১-২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান।

এ এফ হাসান আরিফ বাংলাদেশের বিচারব্যবস্থা ও প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তার দায়িত্বকালে দেশীয় আইনি কাঠামোতে নানা পরিবর্তন আনা হয়, যা দীর্ঘমেয়াদে দেশের আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থায় প্রভাব ফেলেছে।

১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এ এফ হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তার পেশাজীবন শুরু হয়। পরে বাংলাদেশে এসে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তার পেশাগত দক্ষতা ও আইনি অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত ছিলেন।

এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪