ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ২৭ বছর বয়সী মারিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একজন নারীর সঙ্গে যৌনাচারে লিপ্ত হন, যিনি অচেতন অবস্থায় ছিলেন বা প্রতিরোধ করার সক্ষমতা হারিয়েছিলেন। স্থানীয় সময় সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন নারীকে নিপীড়ন এবং হত্যার হুমকির অভিযোগ রয়েছে।
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। ২৭ বছর বয়সী মারিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একজন নারীর সঙ্গে যৌনাচারে লিপ্ত হয়েছিলেন, যিনি অচেতন অবস্থায় ছিলেন বা নিজের প্রতিরক্ষা করতে অক্ষম ছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, যৌনাচার হলেও সহবাসের ঘটনা ঘটেনি। ভুক্তভোগী নারীর বয়স বিশের কোটায়। তাঁর আইনজীবী হেগ সলোমনের দাবি, ঘটনার দিন মারিয়াসের সঙ্গে ওই নারীর প্রথম দেখা হয়, এবং তাদের মধ্যে আগে কোনো সম্পর্ক ছিল না। স্থানীয় সময় গত সোমবার রাতে মারিয়াসকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। মারিয়াসের আইনজীবী নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে বলেছেন, তাঁর মক্কেল এই অভিযোগ অস্বীকার করেছেন।
এনআরকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিয়াসের বিরুদ্ধে চারজন নারী ও একজন পুরুষের সঙ্গে একাধিক অপরাধের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো মধ্যে তিনজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় তাদের নিপীড়নের অভিযোগও অন্তর্ভুক্ত। পাশাপাশি এক তরুণকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করা মারিয়াস ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের প্রথম সন্তান। মেটে-ম্যারিট ২০০১ সালে নরওয়ের ক্রাউন প্রিন্স হোক্কনকে বিয়ে করেন। হোক্কন ও মেটে-ম্যারিট দম্পতির আরও দুটি সন্তান রয়েছে—২০ বছর বয়সী রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা এবং ১৮ বছর বয়সী রাজকুমার সার্ভার ম্যাগনাস। রাজপরিবারের সদস্য হলেও মারিয়াসের ওপর কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দায়িত্ব নেই।
মারিয়াসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নরওয়ে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।