• 23 Jan, 2025
নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হোইবি ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হোইবি ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ২৭ বছর বয়সী মারিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একজন নারীর সঙ্গে যৌনাচারে লিপ্ত হন, যিনি অচেতন অবস্থায় ছিলেন বা প্রতিরোধ করার সক্ষমতা হারিয়েছিলেন। স্থানীয় সময় সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন নারীকে নিপীড়ন এবং হত্যার হুমকির অভিযোগ রয়েছে।