নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
ঢাকার আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগের এডিসি তানিয়া জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিকশাচালকরা দাবি করছেন, তাদের জীবিকা রক্ষায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি।
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার পর থেকে আগারগাঁও এলাকায় তারা সড়ক অবরোধ করে দাবিদাওয়া আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে আগারগাঁও এলাকার যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া বলেন, “আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে ওই এলাকার যান চলাচলে বিঘ্ন ঘটছে। মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
রিকশাচালকরা দাবি করছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। বিকল্প কোনো সমাধান ছাড়াই এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা এই অবরোধ করছেন। অবরোধের কারণে অফিসগামী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যানজট এড়াতে বিকল্প রাস্তায় গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রিকশাচালকদের সঙ্গে কথা বলছে এবং তাদের দাবি শোনার চেষ্টা করছে। সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরেই বিভিন্ন স্থানে রিকশাচালকরা বিক্ষোভ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনো কার্যকরী উদ্যোগ নিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।