রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, স্থবির যান চলাচল
ঢাকার আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগের এডিসি তানিয়া জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিকশাচালকরা দাবি করছেন, তাদের জীবিকা রক্ষায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি।