• 23 Jan, 2025

হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন, রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ

হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন, রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উত্তপ্ত বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শাহবাগ ও পল্টন যুবদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

prothomalo-bangla_2024-11-10_2rkurpxn_1
ছবি: সাজিদ হোসেন  

১০ নভেম্বর ২০২৪: আজ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার গুলিস্তানে অবস্থিত নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। শহীদ নূর হোসেনের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলনসহ বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনেও আজ সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সরকারি দল আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে শাহবাগ যুবদল ও পল্টন যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

prothomalo-bangla_2024-11-10_ylmnq3r2_4
ছবি: সাজিদ হোসেন  

শাহবাগ যুবদলের কর্মীদের প্রতিবাদ মিছিলে “আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই” ইত্যাদি স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তাদের এই প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে। কয়েকজনকে আটক করার ঘটনাও ঘটে।

prothomalo-bangla_2024-11-10_gff5y3f3_5
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিজিবির টহল। আজ রোববার সকালেছবি: সাজিদ হোসেন

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

শহীদ নূর হোসেনের স্মরণে গণতন্ত্রের দাবিতে আয়োজিত এই দিবসে বামপন্থী এবং বিভিন্ন বিরোধী দলের সংগঠনগুলোও সক্রিয়ভাবে অংশ নেয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বেশ কিছু রাজনৈতিক সংগঠনও নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করে।

ইতিহাসের পাতা থেকে জানা যায়, এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেন বুকে ও পিঠে "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দিয়েছিলেন। ওই সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এদিকে আজ দুপুরে ঢাকার জিরো পয়েন্টে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪