• 23 Jan, 2025
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, উত্তপ্ত জিরো পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, উত্তপ্ত জিরো পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি পালিত হচ্ছে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রধান এলাকায় ব্যাপক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং বিজিবির টহলে গুলিস্তান ও বঙ্গবন্ধু এভিনিউয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন, রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উত্তপ্ত বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শাহবাগ ও পল্টন যুবদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন