• 23 Jan, 2025

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নাজমুল হোসেন, চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নাজমুল হোসেন, চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল থাকলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোটের ফলে বাংলাদেশ দলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।

images (79)
১১৯ বলে ৭৬ রান করে আফগানিস্তানের বিপক্ষে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন নাজমুল  




আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল থাকলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোটের ফলে বাংলাদেশ দলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।

ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক রমিজ রাজার সঙ্গে আলোচনায় চোটের বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, “একটু ভালো অনুভব করছি তবে এখনও কিছু সমস্যা রয়ে গেছে। আমাকে পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।” বাংলাদেশ দলের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা আগেই দলটি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের সমস্যায় রয়েছে।

ব্যাটিং নিয়ে কথা বলার সময় নিজের ইনিংস সম্পর্কে নাজমুল জানান, “সত্যি কথা বলতে, আমি খুব খুশি নই। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন হলেও আমার আরও দীর্ঘ ইনিংস খেলা উচিত ছিল। তবে আমি যেভাবে শুরু করেছি, সেটি নিয়ে কিছুটা খুশি।”

নাজমুলের এ চোটের কারণে ১২ নভেম্বরের ম্যাচে তাঁর মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪