• 22 Jan, 2025

কোহলিকে নিয়ে বিতর্ক: অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সমালোচনার মুখে ভারতে প্রতিবাদের ঝড়

কোহলিকে নিয়ে বিতর্ক: অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সমালোচনার মুখে ভারতে প্রতিবাদের ঝড়

মেলবোর্ন টেস্টে কোহলির সঙ্গে স্যাম কনস্টাসের শারীরিক সংঘর্ষ ও অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সমালোচনামূলক কার্টুন ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক ক্রিকেটার এবং ভক্তরা এই ঘটনায় অস্ট্রেলিয়ার আচরণকে নিন্দা জানিয়েছেন।

ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলিকে ঘিরে বিতর্কের শেষ নেই। মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কোহলি। দশম ওভারের খেলা শেষে কনস্টাসকে কাঁধ দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় কোহলিকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি এবং তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার পত্রিকা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ কোহলিকে ব্যঙ্গ করে একটি কার্টুন প্রকাশ করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) পত্রিকাটির পেছনের পাতায় ছাপা হওয়া কার্টুনে কোহলিকে জোকার রূপে উপস্থাপন করা হয়, যেখানে তার নাকের ওপর লাল বলের চিত্র আঁকা হয়। এই কার্টুনে কোহলিকে ‘ভাঁড়’ বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, ‘স্বপ্নের মতো অভিষেক করা এক তরুণ ক্রিকেটারকে ধাক্কা দিয়ে ক্রীড়াচেতনাহীনতার পরিচয় দিয়েছেন কোহলি।’

এই ব্যঙ্গচিত্র ভারতজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটাররা এবং ভক্তরা। সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার গণমাধ্যম কোহলিকে নিয়ে ব্যবসা করে, অথচ তাকেই জোকার বলে অপমান করে। সিরিজ শুরুর আগে তারা কামিন্সের সঙ্গে কোহলির ছবি ব্যবহার করে প্রচার চালায়, অথচ এখন তাকে জোকার বলে উপস্থাপন করছে। এটি নিতান্তই অনুচিত।’

অন্যদিকে, ইরফান পাঠান মন্তব্য করেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে। তারা বল ছুড়ে মারা, কটু কথা বলা, এমনকি ধাক্কা দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া দারুণ শুরু করে। ওপেনার স্যাম কনস্টাসের আক্রমণাত্মক ব্যাটিং ভারতীয় বোলারদের বিপাকে ফেলে। দশম ওভারের শেষে কোহলির সঙ্গে তার শারীরিক সংঘর্ষ ম্যাচের উত্তেজনা বাড়ায়। আইসিসি কোহলির আচরণকে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে, যা দৃষ্টিকটু শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য।

এই বিতর্কিত ঘটনায় ভারতীয় ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোহলির প্রতি সমালোচনার পরিমাণ বাড়তে থাকলেও তার সমর্থকরা এই ঘটনাকে অন্যায্য বলে উল্লেখ করেছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪