• 22 Jan, 2025

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসর ২-০ ব্যবধানে হারিয়েছে দামাককে। চলতি বছরে রোনালদোর গোল সংখ্যা বেড়ে হয়েছে ৪২।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনবদ্য পারফরম্যান্সে সৌদি প্রো লিগে ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) রিয়াদের ক্লাবটি ২-০ গোলে হারায় লিগ টেবিলের তলানিতে থাকা দামাককে। আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের হয়ে দুটি গোলই করেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

ম্যাচের শুরুতেই আধিপত্য
শুরু থেকেই আল নাসর তাদের আক্রমণাত্মক খেলা দিয়ে চাপে রাখে দামাককে। ১৭তম মিনিটে নিজেদের বক্সে দামাকের ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান রোনালদো, ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

রোনালদোর দ্বিতীয় গোল এবং ম্যাচের নিয়ন্ত্রণ
দ্বিতীয়ার্ধেও খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে আল নাসর। ৭৯তম মিনিটে বাঁ দিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়ায় ৯১৫-এ।

ম্যাচে আল নাসরের বিপক্ষে চাপে থাকা দামাকের খেলোয়াড় বেদ্রানে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। শেষ পর্যন্ত গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় দামাক। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

রোনালদোর পারফরম্যান্স
চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে ৪২টি গোল করেছেন রোনালদো। তার এমন ধারাবাহিক পারফরম্যান্স দলকে লিগে শক্তিশালী অবস্থানে এগিয়ে নিচ্ছে।

পরবর্তী ম্যাচের প্রস্তুতি
আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এই ম্যাচে রোনালদো ও তার দল নিজেদের শক্তিশালী ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪