পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল না পাওয়া নিয়ে কোনো হতাশা নেই বলে জানিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। আজ সোমবার বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ১১১ রানে হারের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি। তাসকিন জানান, দেশের জন্য সেবা করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোভাবে সেবা দিতে পারি, যেখানেই খেলি, ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।”
তাসকিনের পিএসএলে দল না পাওয়ার প্রসঙ্গটি উঠে এসেছে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদের মন্তব্য থেকে। তিনি এর আগে জানিয়েছিলেন, পিএসএলের দল লাহোর কালান্দার্স তাসকিনকে পছন্দ করেছে এবং বিপিএলে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল। তবে গত সোমবার পিএসএলের ড্রাফটে নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেলেও তাসকিনকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি। তাসকিনের আশা, পিএসএলে কোনো দলের প্রয়োজনে তাঁকে বদলি হিসেবে নেওয়া হতে পারে। তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। তবে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।”
এদিকে, আজই প্রথমবারের মতো দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তাসকিন। দলের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে এনামুল হকের জায়গায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাসকিন এ বিষয়ে বলেন, “মালিক ও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিজয় ভাইয়ের সঙ্গে কথা বলে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”