নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নাজমুল হোসেন, চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল থাকলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাচে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোটের ফলে বাংলাদেশ দলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।