নওগাঁয় জাল সনদে চাকরির অভিযোগে ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নওগাঁয় জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়া ২০ জন শিক্ষকের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মঙ্গলবার (১৯ নভেম্বর) এই আদেশ দেন। এর আগে, জাল সনদ ব্যবহার করে সরকারি বেতন তোলার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে আদালত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।