• 23 Jan, 2025

ভারতীয় পণ্য বর্জনে রাজশাহীতে বিছানার চাদর পোড়ালেন রিজভী

ভারতীয় পণ্য বর্জনে রাজশাহীতে বিছানার চাদর পোড়ালেন রিজভী

ভারতীয় পণ্য বর্জনের অংশ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মীদের সঙ্গে রাজস্থানের টেক্সটাইলের একটি বিছানার চাদর পুড়িয়েছেন। এ সময় দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করতে স্থানীয়ভাবে তৈরি শাড়ি ও লুঙ্গি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। রিজভী বলেন, “আমরা ভারতীয় পণ্য বর্জন করছি এবং দেশীয় পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।”

ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভারতীয় টেক্সটাইলের একটি বিছানার চাদর পোড়ান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এই প্রতিবাদ জানান।

রিজভী বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের কোনো বাস্তবতা নেই। তারা শুধু শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করে। আমরা ভারতীয় পণ্য বর্জন করছি এবং দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করছি।” তিনি আরও বলেন, “টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি ও রাজশাহীর সিল্ক বিশ্ববিখ্যাত। আমাদের পণ্যই যথেষ্ট।”

অনুষ্ঠানে মেডিকেল শিক্ষার্থীদের আনা দেশীয় শাড়ি ও লুঙ্গি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪